ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রামগঞ্জে আ.লীগের শোভাযাত্রা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রামগঞ্জে আ.লীগের শোভাযাত্রা 

লক্ষ্মীপুর: রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অবরোধের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের নেতৃত্বে এ শোভাযাত্রাটি বের হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।  

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবলীগ নেতা পবন।  

সমাবেশে বক্তারা বলেন, চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি-জামায়াত অবৈধভাবে দেশে হরতাল-অবরোধ দিয়েছে। অবরোধের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য কামরুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন রাজু, সদস্য মাসুদ আটিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আলী মরজেতা বাবু, সাবেক পৌর কাউন্সিল মো. শাহজাহান, হান্নান বাবুসহ  অনেকে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।