ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ 

ফরিদপুর: বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগ।  

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবলীগের কয়েকশ নেতাকর্মী।

 

মিছিল শেষে সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহান, মনিরুজ্জামান মোল্যা, সায়েম হোসেন টিটন, বাকি বিল্লাহ, মনির খান, নুর ইসলাম, পারভেজ মেম্বার ও গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্নু মাতুব্বর।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দোসররা হরতাল-অবরোধের নামে সারাদেশে যে তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষ তাদের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবলীগের নেতাকর্মীরা রাজপথে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবেলা করবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।