রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থেকে জেলা জামায়াতের সূরা সদস্য ও গোদাগাড়ী পৌর জামায়াতের নয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাইফুদ্দিন ওরফে নেভি সাইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতানগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইফুদ্দিন নৌবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নিয়ে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন। তবে কৌশলে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় নেতা-কর্মীদের নিয়ে তিনি জামায়াতে ইসলামীর লিফলেটও বিতরণ করেছেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জামায়াত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য ও যথেষ্ট প্রমাণ সাপেক্ষেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য। গত ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএস/আরবি