ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি

ঢাকা: একদফা দাবি আদায়, সরকারের পতনের ডাক দিয়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছিল বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি বাতিল চেয়ে গতকাল রোববার থেকে হরতাল পালন করছে দলটি।

বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিকদলগুলোর ঘোষিত এ কর্মসূচি শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সোমবার (২০ নভেম্বর) দলীয় সূত্রে জানা গেছে, নতুন করে ‘একতরফা’ তফসিলের প্রতিবাদে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি। আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সরকার পতনের ডাকে ষষ্ঠ দফায় বিএনপির এ অবরোধ কর্মসূচির ব্যাপারে যুগপতে থাকা শরিকদেরও জানিয়েছে দলটি।

একটি সূত্র জানিয়েছে, শরিকদলগুলোও অল্প সময়ের মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ ও দুইদিনের হরতাল পালন করেছে বিএনপি ও তার মিত্ররা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।