ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির এ কে এম শামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গত ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের কাজে বাধা দেওয়ায় এ কে এম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা জামায়াত আমির এ কে এম শামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আ ন ম আব্দুর রহিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএইচডি/এমজেএফ