ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু মাঠে কেউ নাই: শামীম ওসমান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু মাঠে কেউ নাই: শামীম ওসমান  শামীম ওসমান 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ইচ্ছা ছিল নির্বাচনের মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নাই। বিএনপি ভোটে না এসে ২০১৩, ১৪, ১৫ সালে যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছিল, আবারো তাই করছে।

 

বুধবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন,‘নারায়ণগঞ্জে ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়েছে। সব জায়গায় এমন করা হচ্ছে ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। মানুষকে আগুন দিয়ে মেরে কী লাভ হচ্ছে? লন্ডন থেকে বসে তারেক এসব করাচ্ছে। ক্ষমতার ধারের কাছেও তারা নাই। বাংলাদেশ যেন আফগানিস্তান হয় সে লক্ষ্যে এ ধরনের কাজ করছে’।

যারা আগুন দিচ্ছে তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন,নেতাদের নির্দেশে তারা মাঠে নেমে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। সবার ছবি ও ভিডিও ফুটেজ আছে। সবার সাজা হয়ে যাবে। তাই সবাইকে ফিরে আসার অনুরোধ করছি।  

তিনি বলেন,‘নির্বাচন সঠিক সময়ে হবে, এদিক সেদিক হবে না। নির্বাচনে বিপুল ভোটে আবারো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমাদের ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নাই। এখন রাতের আধারে তারা মানুষকে পুড়িয়ে মারতে চেষ্টা করে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা তো খেলার উপযুক্ত নয়’।  

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বলা হয়েছিল বিচার হবে না, ক্যু হয়ে যাবে। সেই বিচার হয়েছে। এরপর যুদ্ধাপরাধের বিচার নিয়ে একই কথা হয়েছিল কিন্তু বিচার হয়েছে। এবার ক্ষমতায় এলে যারা মজুতদারি করে জনগণের পেটে লাথি দিয়েছেন, অতি মুনাফার লোভে দাম বাড়িয়েছেন, আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন তাদের কাউকে ছাড় দেবেন না শেখ হাসিনা।

বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না উল্লেখ করে তিনি বলেন, ৭ তারিখের পর আর ছাড় নাই। যারা জনগণের বুকে পেটে লাঠি মারে, আগুন সন্ত্রাস করে তাদের শেখ হাসিনা ছাড়বেন না। যদি আমি শামীম ওসমানও হই তবুও ছাড় নাই আর তাই আমরা তাকে এত ভালোবাসি।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।