ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধানমন্ডিতে যুবদলের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ধানমন্ডিতে যুবদলের বিক্ষোভ মিছিল

ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজের নেতৃত্বে মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর থেকে শুরু হয়ে মিরপুরে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।