ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সালথায় কৃষক লীগের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, নভেম্বর ২৫, ২০২৩
সালথায় কৃষক লীগের মতবিনিময় সভা

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে যদুনন্দী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগ এর আয়োজন করে।

যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধার সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নুর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, কৃষক লীগ নেতা আলী আহমেদ, আমির মোল্লা, রুবেল মিয়া, সাহেব মুন্সি, কুরবান মোল্লা, বুলু মোল্লা প্রমুখ।  

সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা সালথা উপজেলা কৃষক লীগকে সুসংগঠিত হওয়ার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সালথা উপজেলা কৃষক লীগের বড় অবদান থাকবে বলে জানান। এ সময় তিনি সালথা-নগরকান্দায় প্রয়াত নেত্রী সাজেদা চৌধুরী ও তার পরিবার তথা আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।