ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে যুবদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে যুবদলের মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে মহানগর যুবদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে শহরের খানপুরের বরফকল এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

এটি কিল্লারপুল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা।

মিছিলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, শেখ মাগফুরুল ইসলাম অপুসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, আমরা মিছিল করেছি হরতালের সমর্থনে। বরফকল কিল্লারপুল সড়কে এ মিছিল করা হয়। অবৈধভাবে একতরফা নির্বাচনের যে চেষ্টা হচ্ছে তা কোনোদিন সফল হবে না। দ্রুত আমাদের কারাবন্দি নেতাদের মুক্তি, জামিন এবং অবিলম্বে নেতা-কর্মীদের ধরপাকড় ও হয়রানি অভিযান বন্ধের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।