ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’, বলায় ছাত্রলীগ নেতাকে আদালতে তলব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
‘নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না’, বলায় ছাত্রলীগ নেতাকে আদালতে তলব

পাবনা: ‘পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’-এক পথসভায় এমন বক্তব্য দেওয়ার অভিযোগে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে তলব করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম নোটিশ দিয়ে তাকে আদালতে তালব করেন।

বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিজানুর রহমান সবুজকে নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলেছেন আদালত।  

এর আগে গত শনিবার (০২ ডিসেম্বর) পাবনার চাটমোহর উপজেলা সদরে ছাত্রলীগ নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল করেন। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর পক্ষে পথসভায় এমন বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।

এ বিষয়ে মিজানুর রহমান সবুজ বলেন, আদালত আমার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। আমি আদালতে লিখিতভাবে জানাব।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।