ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাব দিতে হবে: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাব দিতে হবে: নানক

ঢাকা: আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকার ৮ হাসপাতালে গণসংযোগের তিনি এ আহ্বান জানান।

সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাসপাতালগুলোর ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের ৭ জনুয়ারি দ্বাদশ নির্বাচনে কেন্দ্রীয় গিয়ে ভোট প্রধানের অনুরোধ জানান নানক।

এ সময় তিনি বলেন, আপনারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আসন্ন ৭ জানুয়ারি সারাদেশে যে ভোট উৎসব শুরু হবে এতে অংশ নেবেন আপনারাও। নির্বাচনকে কেন্দ্র করে চলমান যে ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক এসব ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা।

এ সময় ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী নানক হাসপাতালগুলোর ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কথাও শোনেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।