ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড় বড় ঝামেলা ছিল, কাউকে কখনও উসকে দিইনি: খোকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
বড় বড় ঝামেলা ছিল, কাউকে কখনও উসকে দিইনি: খোকা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, অনেক বড় বড় ঝামেলা ছিল, আমি কাউকে কখনও উসকে দিইনি, আমি মীমাংসার মাধ্যমে সহাবস্থান করার জন্য চেষ্টা করেছি। সবকিছুর মালিক আল্লাহ।

এখন আপনারা যদি মনে করেন ১০টি বছর আমি আপনাদের পাশে থেকে কোনো ক্ষতি করিনি, আপনাদের উপকার করার চেষ্টা করেছি, আপনাদের সুখে রাখার চেষ্টা করেছি, আপনাদের ১০ বছরে ভালোবাসার যোগ্যতা অর্জন করেছি তাহলে আপনারা আমাকে ভোট দেবেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এলাকার উন্নয়নের কথা তুলে ধরে খোকা বলেন, ১০ বছর আগে সোনারগাঁয়ের কি অবস্থা ছিল, এ চেঙ্গাকান্দির কি অবস্থা ছিল, এ যে সোনারগাঁয়ের বিভিন্ন রাস্তাঘাট পুল-কালভার্টের কি অবস্থা ছিল, সেটা আপনারাই জানেন। আমার বলার কিছু নেই, এগুলোর উন্নয়ন এখন সব দৃশ্যমান।

তিনি বলেন, লোভ-লালসা ত্যাগ করে রাজনীতিতে সময় দিয়েছি। সোনারগাঁয়ের মানুষগুলোর আপনজন হয়ে, প্রিয়জন হয়ে, পরিবারের সদস্যের মতো হয়ে আমি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো। বিচার-বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। আগামী পাঁচটি বছর আপনারা কেমন থাকবেন, কতটুকু ভালো থাকতে চান, আমি ১০ বছরে আপনাদের কতটুকু শান্তিতে রাখার চেষ্টা করেছি, সেটা বিবেচনা করে ভোট দেবেন।

খোকা বলেন, আমার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, আমি কারো সমালোচনা করছি না। উনিও পাঁচটি বছর এলাকার সংসদ সদস্য ছিলেন। বিচার-বিশ্লেষণের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। কাকে কতটুকু পেয়েছেন, কাকে করোনার সময় পেয়েছেন, কার মাধ্যমে আপনারা রাস্তাঘাট পেয়েছেন। এসব বিবেচনার মাধ্যমে আপনারা আপনাদের নেতা সিলেকশন করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।