ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

​​​​​​​ফতুল্লায় ভোট বর্জনের দাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
​​​​​​​ফতুল্লায় ভোট বর্জনের দাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন জেলা ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় ফতুল্লার ভূইগড় এলাকায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে লিফলেট বিতরণের পাশাপাশি নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে দেশ ও গণতন্ত্র বাঁচাতে এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে মানুষকে অনুরোধ করেন তারা।

দোলন বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ভাইয়ের নির্দেশে আমরা ফতুল্লায় নিয়মিত রাজপথে আছি। আমরা মানুষের মধ্যে গণসংযোগ করেছি। মানুষ আমাদের আশ্বস্ত করেছে যে, তারা এই পাতানো নির্বাচনে ভোট দেবে না।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।