ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষেই আছে: লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
নৌকায় ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষেই আছে: লিটন

রাজশাহী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যারা বলে ৭ তারিখের আগে সরকারের পতন হবে, তারা এ কথা গত ৭ বছর ধরে বলে আসছে। কিন্তু সরকারের পতন ঘটেনি।

আরব দেশের একটা প্রবাদ আছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়। আমাদের কাফেলা, নৌকার কাফেলা, তা সামনেই এগিয়ে যাচ্ছে। পেছনে কেউ ঘেউ ঘেউ করলে আমাদের কিছু যায় আসে না। আমরা সামনে এগিয়ে যাবো, মানুষের কল্যাণ করবো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর কাটাখালির মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে কাটাখালি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচনী জনসভার আয়োজন করে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা ৭ তারিখের আগে সরকারের পতনের কথা বলেছিল, তারা এখন কোথায় কী করছে আপনারা, আমরা সবই দেখছি। কেউ নির্বাচন ব্যাহত করতে বা ভোট দিতে বাধাগ্রস্ত করতে এলে তাদের নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে। আগামী ৭ জানুয়ারি জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবে তারা শেখ হাসিনার সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, যারা ২০১৪, ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গত এক বছর ধরে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে প্রমাণ করেছে, তারা অতীতের মতো অগ্নিসন্ত্রাসের সঙ্গেই আছে। তারা মানুষের কল্যাণ করতে পারে না।

মেয়র লিটন বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহারে প্রধান অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো। এ ছাড়া আগামী ৫ বছরে ১ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নির্বাচনের পর অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের ছেলে-মেয়েদের তার জন্য প্রস্তুত করুন।

খায়রুজ্জামান লিটন এ সময় উল্লেখ করে বলেন, এখানে জুট ও সুগার মিল ঠিকমতো চলছে না। এগুলো ভালোমতো চালানোর যথাযথ উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রাজশাহীতে নৌবন্দর প্রতিষ্ঠা করা হবে। নৌবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে মোহা. আসাদুজ্জামান আসাদকে নির্বাচিত করুন।

নির্বাচনী জনসভার প্রধান বক্তা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, আগামী ৭ জানুয়ারি উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও যাবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আমি আমার এলাকার উন্নয়নে ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।

কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও কাটাখালি পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্বাস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কাটাখালি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক প্রমুখ।

কাটাখালি পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।