ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলা, গাড়ি ভাঙচুর

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণাকালে তৃণমূল বিএনপি প্রার্থী উশ্যেপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুধকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়। তখন প্রার্থীও উপস্থিত ছিলেন।

হামলার ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে উশ্যেপ্রু মারমা বলেন, ‘পানছড়ির দুধকছড়া এলাকার একটি পাড়ায় উঠান বৈঠক করার সময় ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এ সময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করা হয়। ’

তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘ইউপিডিএফ এবারের সংসদ নির্বাচন বর্জন করেছে ঠিক। তবে হামলায় জড়িত নয়। মূলত: জনগণই এক তরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এ হামলা তারই নমুনা মাত্র। ’

পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, হামলার কথা তারা শুনেছেন। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।