ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্ভয়ে কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন: নিজাম হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নির্ভয়ে কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন: নিজাম হাজারী ফাইল ফটো

ফেনী: ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, দীর্ঘদিন সেবক হয়ে আপনাদের পাশে ছিলাম, এমপি বা মেয়র নয়, ভাই হিসেবে ছিলাম। আর জাল ভোট নয়, আপনাদের ভোটে এমপি হতে চাই।

নির্বাচিত হলে আপনাদের সেবা করবো, এলাকার উন্নয়ন করবো, শান্তি ও সহাবস্থানে রাখবো ইনশাল্লাহ।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নিজাম হাজারী বলেন, ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, যাকে মন চায়, তাকে ভোট দেবেন। আমাকে যোগ্য মনে করলে নৌকায় ভোট দেবেন।

পৌর আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক করিম উল্যাহ ও পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামিম।

সভায় পৌরসভার ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।