ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক: আ. লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক: আ. লীগ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘অপপ্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা’র পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছে আওয়ামী লীগ। এটিকে গণতন্ত্রের জয় হিসেবেও দেখছে দলটি।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব কথা জানান।  

বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপির নির্বাচনবিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটি গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন দিয়েছিল, তা বাস্তবায়ন হয়েছে।

বিপ্লব বড়ুয়া আরও বলেন, কোথাও কোনো কারচুপি নেই, নির্বাচন-বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু-সুন্দর হচ্ছে। নির্বাচনের বিরুদ্ধে সক্রিয় থাকা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল।  

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।