ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

এন্টি টেরোরিজম ইউনিটের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এন্টি টেরোরিজম ইউনিটের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) গভীররাতে উপজেলার লস্করপুর ইউনিয়নের কটিয়াদি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- লস্করপুর ইউনিয়নের চিহ্নিত জুয়াড়ি রুবেল মিয়া (৩০) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল (৪৮)।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত  করেছেন।

তিনি জানান, রাতে এন্টি টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, জুয়াড়ি রুবেল পুলিশের তালিকাভুক্ত আসামি এবং আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে তার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল কয়েক বছর আগে একটি দোকানের কর্মচারী ছিলেন। জুয়া খেলার মাধ্যমে তিনি অল্প দিনে কোটিপতি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।