ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: শামা ওবায়েদ

ফরিদপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।  

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেকমন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নগরকান্দা-সালথা বিএনপি এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। জেল-জুলুম আর হামলা চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমন করা যাবে না।  

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই। চারদিকে শুধু লুটপাট চলছে।  

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং  নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, যুবদল নেতা কেএম জাফর, তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল প্রমুখ।  

স্মরণসভা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।