ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সাবুকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
বিএনপি নেতা সাবুকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা: রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুকে দেখতে ধানমন্ডির পপুলার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিএনপি মহাসচিব সেখানে যান বলে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়।

মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে সাবু হৃদরোগ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন।  

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সেখানে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলার সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।