লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
মাসুদের স্ত্রী মমতাজ আক্তার বলেন, আমার স্বামীর বিরুদ্ধে থানা ও আদালতে কোনো মামলা নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছে। দ্রুত তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি করছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মাসুদকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী এবং কয়টি মামলা রয়েছে জানতে চাইলে ওসি বলেন, পরে জানাবো।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএ