জয়পুরহাট: জয়পুরহাটে সরকারি কাজে বাধা এবং হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আল মামুন জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ মার্চ তৎকালীন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘চাঁদে দেখা’র ঘটনায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াতে ইসলাম। হরতাল চলাকালে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পাঁচবিবি থানা ঘেরাও করেন। সেখানে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও থানা ভাঙচুর করেন। এ নাশকতায় ছয়জন মারা গেলে পুলিশের সেই সময়ের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখসহ সাত থেকে আট হাজার জনকে আসামি করে মামলা করেন।
২০২৩ সালের ৩ আগস্ট আদালতে তদন্তকারী কর্মকর্তা ২১২ জনের নামে চার্জশিট জমা দেন।
সর্বশেষ রোববার দুপুরে চার্জশিট ভুক্ত ৬১ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআই