ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান’ সংসদ সদস্যকে আ. লীগ নেতার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
‘আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান’ সংসদ সদস্যকে আ. লীগ নেতার হুমকি আকরাম হোসেন কিসলু

টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে ‘জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান’ বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু।  

শনিবার (১১ মে) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

 

যাদবপুর ইউপি চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমানসহ এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ইউপি সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে আকরাম হোসেন কিসলু বলেন, ‘আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন, আপনার জিহ্বা থাকবে না। সব মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান। ’

তিনি আরও বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাকে প্রতিহত করা হবে।  

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।  

এ সময় যাদবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।  

প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল যাদবপুর ইউপি প্রাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের ভাই ও যাদবপুর ইউপির চেয়ারম্যানসহ অন্তত নয়জন আহত হন। পরে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের অনুসারী দুটি পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।