ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
‘শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

রোববার (২৩  জুন) সকাল ১১টার দিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা এ কথা বলেন।

প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহা. ফারুক খান এমপি বলেন, বিশ্বে এমন রাজনৈতিক দল কম আছে, যারা জনগণের ভালোবাসা নিয়ে ৭৫ বছর ধরে জনগণের সেবা করার সুযোগ পান। আমাদের লক্ষ্য এখন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা। আওয়ামী লীগের মূল লক্ষ্যই হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অব ফারুক খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

এরপর কেন্দ্রীয় যুবলীগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  

বাংলাদেশ সময় ১৪৪২ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।