বরিশাল: বরিশাল নগরসহ জেলা থেকে গত দুইদিনে বিএনপি-জামায়াতের ৭৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরই মধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় জানান, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। এছাড়া এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন।
মোট পাঁচটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দুই হাজার ৭৮০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে বরিশাল জেলা পুলিশের সুপার ওয়াহিদুল ইসলাম জানান, তার ১০ থানা এলাকা থেকে গত দুইদিনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় করা একটি নাশকতার মামলায় সবাইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমএস/জেএইচ