ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

চট্টগ্রামে জামায়াতের মানববন্ধন পণ্ড

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুলাই ১, ২০১০

চট্টগ্রাম: জামায়াতের তিন শীর্ষ নেতার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকালে জামায়াত সমর্থিত একটি পেশাজীবী সংগঠন চট্টগ্রাম প্রেসকাবের সামনে মানব বন্ধন করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়।

বিকাল ৫টায় সংগঠনের ২০/২৫ জন সদস্য মানব বন্ধন করার উদ্যেশ্যে প্রেসকাবের সামনে একত্রিত হয়।

এসময় পুলিশ এসে তাদের ব্যনার কেড়ে নেয় এবং স্থান ত্যাগের কথা বলে। পরে মানব বন্ধনে আসা সংগঠনের সদস্যরা চলে যায়।

অপর দিকে চট্টগ্রাম জামায়াতের নেতারা পুলিশের চোখ এড়াতে নগরীর বিভিন্ন গলিতে বিক্ষোভ মিছিল করেছে। নগরীর বাকুলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এবং হালি শহরের এক্সেস রোড এলাকায় জামায়াতের নেতা কর্মীরা আজ বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ