চট্টগ্রাম: জামায়াতের তিন শীর্ষ নেতার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকালে জামায়াত সমর্থিত একটি পেশাজীবী সংগঠন চট্টগ্রাম প্রেসকাবের সামনে মানব বন্ধন করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়।
বিকাল ৫টায় সংগঠনের ২০/২৫ জন সদস্য মানব বন্ধন করার উদ্যেশ্যে প্রেসকাবের সামনে একত্রিত হয়।
অপর দিকে চট্টগ্রাম জামায়াতের নেতারা পুলিশের চোখ এড়াতে নগরীর বিভিন্ন গলিতে বিক্ষোভ মিছিল করেছে। নগরীর বাকুলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এবং হালি শহরের এক্সেস রোড এলাকায় জামায়াতের নেতা কর্মীরা আজ বিক্ষোভ করেছে।
বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১০