ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
চাঁদপুরে ছাত্রলীগ নেতার পদত্যাগ

চাঁদপুর:  ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর চাঁদপুরের অনেক আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মী আত্মগোপনে আছেন।  

এমন পরিস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়েছেন রিয়াজুল ইসলাম সিয়াম।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তার লিখিত একটি বক্তব্য পৌঁছানো হয়।

লিখিত বক্তব্যে সিয়াম উল্লেখ করেন, আমি মো. রিয়াজুল ইসলাম সিয়াম মিজি, পিতা-মো. বাবুল মিজি। আমি গত বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। অধ্যয়নরত অবস্থায় আমি চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

আজ থেকে আমি এ সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়ে এ সংগঠনের সঙ্গে চিরতরে আমার সম্পর্ক ছিন্ন করলাম। আমি অঙ্গীকার করছি, এখন থেকে আর কোনোদিন এ সংগঠনের সঙ্গে জড়িত হবো না। আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাব। আমি চিরতরে এ সংগঠন থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।