ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলার ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি লোকমান কুয়াকাটায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
ভোলার ছাত্রদল নেতা হত্যার প্রধান আসামি লোকমান কুয়াকাটায় গ্রেপ্তার

পটুয়াখালী: ২০১৫ সালে ভোলার চরফ্যাশন উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হয়েছেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. লোকমান মাতুব্বর কুয়াকাটায় এসে গা ঢাকা দিয়েছিলেন।

পরে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ।  

পুলিশ জানায়, সন্ধ্যার পরে মৎস্য বন্দর এলাকায় আত্মগোপনে থাকতে ঘোরাঘুরি করছিলেন লোকমান। এমন সময় ভোলার কিছু জনতা তাকে দেখতে পেয়ে চিনতে পারলে তারা তাকে ধরে পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।  

আটক লোকমান চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে।  

চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর বলেন, লোকমান চরফ্যাশন এলাকার আতঙ্ক। তিনি ২০১৫ সালে কোরবানির ঈদের দিন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সেই সময়ের সভাপতিকে হত্যা করেন। এ হত্যার উপহার হিসেবে আওয়ামী লীগ তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেয়। তিনি এলাকায় মাদক, ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারত না।

গ্রেপ্তারের সত্যতরা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নোমান হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।