ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেক-মন্নুজান-কামালসহ ৭৫ জনের নামে বিএনপির মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
খালেক-মন্নুজান-কামালসহ ৭৫ জনের নামে বিএনপির মামলা

খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামের মামলা হয়েছে।

সাত নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ বুধবার (২১ আগস্ট) মহানগরের খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।



খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।