ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপি সায়েমসহ ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
সাবেক এমপি সায়েমসহ ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সাবেক এমপি মাহমুদুল হক সায়েম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার বাদী হয়ে এ মামলাটি করেন।  

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট হালুয়াঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর সশস্ত্র হামলা চালান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলাটি করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।