ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘হাসপাতালগুলো দলীয়করণের ঊর্ধ্বে থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
‘হাসপাতালগুলো দলীয়করণের ঊর্ধ্বে থাকতে হবে’

মানিকগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, এখানে কোনো দলীয়করণ করা যাবে না। বিগত সময়ে অনেক দলীয়করণ হয়েছে।

এখন হাসপাতালগুলো দলীয়করণের ঊর্ধ্বে থাকতে হবে। কমিটিতে থাকবেন কিন্তু কাজ করবে না, তাকে তো আর রাখা যাবে না, তাকে সরিয়ে ভালো কোনো লোককে আনতে হবে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে হিজুলী এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন শেষ তিনি এসব কথা বলেন।

রিতা বলেন, আপনারা যারা ডাক্তার আছেন, তাদেরও দায়িত্ব আছে, শুধু নেতাকর্মীদের ওপর দ্বায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনারা কোনো দল বা গ্রুপিংয়ের মধ্যে যাবেন না, আপনারা সেবা দিতে আসছেন, মানুষকে সেবা দেন। আপনাদের এ সেবা মানিকগঞ্জে একটি মডেল হয়ে থাকবে এবং অন্য জেলাও যেন আপনাদের অনুসরণ করেন।  

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নিজেরা সংশোধন হবেন তারপর প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দেন। নতুন যে কমিটি আসবে তাদের সঙ্গে সহযোগিতা-আন্তরিকতা দিয়ে এ হাসপাতালটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

উল্লেখ্য, প্রথমে সদর উপজেলার হিজুলী এলাকার ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। সর্বশেষ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।