ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-দোয়া

বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

এতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আফরোজা খানম নাসরিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 এর আগে একই স্থানে দোয়ার আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপির নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা, ছাত্র আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর, ০১, ২০২৪
এমএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।