সিলেট: সিলেটে জামায়াতের বিক্ষভ মিছিল থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়িতে ইট পাটকেল নিপে করা হয়েছে। এছাড়া ভাংচুর করা হয়েছে একটি সরকারি গাড়িসহ অন্তঃত ১০টি গাড়ি।
প্রত্যদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নগরীর বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে সিলেট মহানগর জামায়াত একটি মিছিল বের করে। মিছিলটি ধোপাদীঘির পাড়ে ওসমানী পার্কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংপ্তি সমাবেশে মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য রাখেন।
মিছিল শেষে কিছু ুদ্ধ জামায়াতকর্মী ধোপাদীঘির পাড়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়ি হাফিজ কমপ্লেক্স ল্য করে ইট পাটকেল ছোড়েন। এ সময় বাড়ীর সামনে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি পিকআপ ও ৮টি অটোরিক্সা ভাংচুর করেন জামায়াতকর্মীরা। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পাঁচ জামায়াতকর্মীকে আটক করে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি।
দূপুর ২ টার দিকে নগরীর কুদরত উল্লাহ মার্কেটে মহানগর জামায়াত অফিসে তল্লাশি চালায় র্যাব। তবে সেখান থেকে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নারায়ণ দত্ত বলেন, ‘জামায়াত-শিবিরকর্মীরা প্রশাসনকে বিব্রত করা চেষ্টা করছে। তারা হঠাৎ করে ১০/১২ এক সঙ্গে মিলিত হয়ে বিােভ মিছিল করছে, ভাংচুরও করছে। পুলিশ ঘটনা স্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যাচ্ছে। ’
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার আকতার হোসেন নগর জামায়াতের নেতাকর্মীরা মিছিল ও গাড়ি ভাংচুর করেছেন বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র কাছে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন,অর্থমন্ত্রীর বাসভবনে কোনো হামলা হয়নি।
কমিশনার জানান, গাড়ি ভাংচুর ও শান্তি শৃংখলা বিঘœকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১০