ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় সমাজের সব শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।
তিনি বলেন, লেখক সাংবাদিকরা তাদের লেখা লিখতে পারেননি, বাকস্বাধীনতা ছিল না।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সব সংস্কারই অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত।
তিনি বলেন, নির্বাচিত সরকার কী কী সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
জেএইচ