ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের মানুষ ১৭ বছর কথা বলতে পারেনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
‘দেশের মানুষ ১৭ বছর কথা বলতে পারেনি’

হবিগঞ্জ: অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এবং জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসবে বলে সংগঠনটির নেতারা মন্তব্য করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তারা একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং ১৩ বছর পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের দেশে আগমন উপলক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা জনগণের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন; ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল।

অনেক খুন ও অনেক নির্যাতনের পর ৫ আগস্টের বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো; কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি। আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। আর আমাদের নেতাকর্মীর যদি সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহমেদ আলী মুকিব। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ