বরগুনা: দীর্ঘ ১৭ বছর পর বরগুনার তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মডেল মসজিদে এ কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
তালতলী উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মো. মুহিবুল্লাহ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন ও উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহ জালাল পিয়াদা। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সব নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। এ সময় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার বিচার দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেএইচ