ঢাকা : নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শুরু হয়েছে। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকটি চলছে।
সভায় আগামী ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচি সফল করতে নেতারা কে কি দায়িত্ব পালন করবেন তা নিয়ে আলোচনা হবে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছে বৈঠক সূত্র।
এছাড়াও দলের কয়েকজন সিনিয়র নেতা ও জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তিতে করণীয় নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব, সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময় ১১২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১০