ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির যৌথ সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা : নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শুরু হয়েছে। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকটি চলছে।



সভায় আগামী ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচি সফল করতে নেতারা কে কি দায়িত্ব পালন করবেন তা নিয়ে আলোচনা হবে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছে বৈঠক সূত্র।

এছাড়াও দলের কয়েকজন সিনিয়র নেতা ও জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তিতে করণীয় নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।    

দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব, সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময় ১১২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ