ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর: নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর: নয়ন

নোয়াখালী: একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান।  

বুধবার (০২ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা শহরের নোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথ কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে নয়ন এ কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আওয়ামীরা দেশের শত্রু। তারা রাজনীতি করার অধিকার রাখে না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

নয়ন আরও বলেন, নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, এগুলোকে নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের অধিকার, মানুষের বাক-স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রাসেল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন ভুইঁয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ নোয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।