ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুর মুক্তিতে শুক্রবার সকালে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সদ্য কারামুক্ত মীর শরাফত আলী সপুসহ স্বেচ্ছাসেবক দলের পাঁচ শতাধিক নেতাকর্মী সকাল সাড়ে ১০টার দিকে জিয়ার মাজারে যান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শফি বিক্রমপূরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী-খান-সোহেল, সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু প্রমুখ।
গত ২৭ জুন হরতাল চলাকালে মীর শরাফত আলী সপু গ্রেপ্তার হন। আদালতের নির্দেশে ৩০ জুন জামিনে মুক্তি পান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১০