ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অলি-রেদোয়ান ছাড়া এলডিপির প্রেসিডেন্ট-মহাসচিব হিসেবে কারও নাম প্রচার হলে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
অলি-রেদোয়ান ছাড়া এলডিপির প্রেসিডেন্ট-মহাসচিব হিসেবে কারও নাম প্রচার হলে ব্যবস্থা

ঢাকা: এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এই দু’জনের পরিবর্তে কোনো গণমাধ্যম অন্য কোনো ব্যক্তির নাম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব হিসেবে প্রচার করলে সেই গণমাধ্যমের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।


 
শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।

তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নির্বাচন কমিশন কর্তৃক ১নং নিবন্ধিত রাজনৈতিক দল। যার  প্রতীক ছাতা। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। যিনি গত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) সরকারের পতনের আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের স্বতন্ত্র একটি রাজনৈতিক দল। এর কোনো একাংশ বা ভগ্নাংশ নাই। কিন্তু বেশ কিছু দিন যাবৎ আমরা লক্ষ্য করছি, একটি কুচক্রি মহল বিভিন্ন পত্র-পত্রিকা এবং টিভি মিডিয়ায় এলডিপির একাংশ বা এলডিপি নাম ব্যবহার করে অন্য কারও বক্তব্য, বিবৃতি প্রচার করছে। এমনকি পত্রিকা বা টিভি মিডিয়াগুলোও তাদের নামে সঙ্গে এলডিপি উল্লেখ করে ভুল তথ্য প্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে।

রাজ্জাক আরও বলেন, ৩১ অক্টোবর কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে একটি মহলের সংবাদ এলডিপির নামে প্রচার করেছে। যা দুঃখজনক। যে কেউ বিবৃতি দিলেই যদি তা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল এলডিপির নামে প্রকাশ করা হয়, তা হবে অপসাংবাদিকতার শামিল। আমরা এলডিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং মহাসচিব রেদোয়ান আহমেদ। এই দুজনের পরিবর্তে কোনো গণমাধ্যম অন্য কোন ব্যক্তির নাম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব হিসেবে প্রচার করলে সেই গণমাধ্যমের ব্যাপারে আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।