ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গায়েবি মামলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
গায়েবি মামলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জবাসী তাদের সুখে-দুঃখে পুলিশকে পাশে চায়। নারায়ণগঞ্জে পাঁচ তারিখের পর এতগুলো মামলা হয়েছে।

এসব মামলা কেন পুলিশ নিল আমরা জানি না। মানুষ ভাবছে আমরা হয়ত ক্ষমতায়, আমরা হয়ত এসব মামলা দিয়েছি। এসব কাজে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজটের কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। যারা পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে আছে তাদের এগিয়ে আসতে হবে। জনগণ যেন এর থেকে পরিত্রাণ পান। আজ চাঁদাবাজ নেই তাহলে কেন দ্রব্যমূল্য এত বেশি কেন। এটা নিয়ে প্রশাসন কাজ করবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের শপথ নিতে হবে। আমাদের ভালো ও সৎ মানুষদের নিয়ে দল গঠন করতে হবে। অসৎ মানুষকে দলে নেওয়া যাবে না। ক্ষমতা চিরদিন থাকে না তবে ক্ষমতায় থাকার সময়কার সময় ইতিহাস হয়ে থাকে। তাই আমরা ভালো মানুষগুলোকে নিয়ে দল গঠন করবো।

গিয়াসউদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে।

আজ দেশের মানুষের বহুবিধ প্রত্যাশা জন্ম নিয়েছে। ঠিক যেমন জন্ম নিয়েছিল ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। জুলাই আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারের দোসররা কী নির্যাতন করেছে আমাদের ওপর আপনারা জানেন। কত মানুষকে পঙ্গু করে দিয়েছে, মামলা দিয়ে জেলে নিয়েছে আপনারা জানেন।

নারায়ণগঞ্জের গডফাদারের বাহিনী কীভাবে আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন। তাই মানুষ সবার আগে সেসব অস্ত্রধারীদের বিচার চায়। অস্ত্রধারীদের অস্ত্র তুলে না নেওয়া পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা নেই।

তিনি আরও বলেন, আপনারা জানেন স্বৈরাচারী সরকার এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার এমন কোনো জায়গা নেই যেখান থেকে টাকা পাচার করেনি। আজ তারা বিদেশ থেকে সেসব টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই তাদের অবশ্যই বিচার করতে হবে এবং এসব পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী প্রত্যাশা করে বিপ্লবের মাধ্যমে নতুন দেশের। দেশে নতুন একটা আঙ্গিক তৈরি হয়েছে। স্বৈরাচারী প্রশাসনকে তাদের দলীয় প্রশাসন হিসেবে ব্যবহার করেছে। বর্তমান প্রশাসনকে তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। কোনো ব্যক্তি যেন প্রশাসনকে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।