ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না: বিএসপি মহাসচিব

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেব না: বিএসপি মহাসচিব

ঢাকা: ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেবো, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির-বিএসপি উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশবিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব মন্তব্য করেন।

বিএসপি আয়োজিত এ সমাবেশের সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।

সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন,অবিলম্বে এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি  বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনোভাবেই আপনারা আমাদের ওপর আগ্রাসন চালানোর চিন্তাও  করবেন না।

তিনি আরও বলেন, আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ  আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সবক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এ দেশের জনগণ আপনাদেরকে প্রভুর  ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা  আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ  উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি।

উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোনো উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না। ধর্মীয় উগ্রতার কারণে কোনোভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।

সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী, মো. মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া,ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি,  প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,যুব বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান পায়েল, মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন,  প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল  ইসলাম মাহি, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম,মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল, সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন, ঢাকা মহানগর  উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।