নড়াইল: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেওয়া মামলায় বেসরকারি টেলিভিশন জিটিভির জেলা প্রতিনিধি মীর্জা মাহমুদ হোসেন রন্টু সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীর জামিন আবেদন নাকোচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডি.পিপি) অ্যাডভোকেট তারিকুল জামান লিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
জিটিভির সাংবাদিক মীর্জা মাহমুদ হোসেন রন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি ও আওয়ামী লীগ সদস্য বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম বাবুসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চলতি বছরের আগস্টের ৪ তারিখ নড়াইলের সদর উপজেলার মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করেন। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা, তার বাবা গোলাম মোর্তুজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয় মামলায়। ওই মামলায় ৪৭ নম্বর আসামি করা হয় বেসরকারি টেলিভিশন জিটিভির সাংবাদিক মীর্জা মাহমুদ হোসেন রন্টুকে। তবে রন্টু আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো দলীয় পদে নেই বলে সংগঠন ও সাংবাদিকের স্বজনরা নিশ্চিত করেছেন।
আরও জানা যায়, এই মামলায় বেসরকারি টেলিভিশন জিটিভির জেলা প্রতিনিধি মীর্জা মাহমুদ হোসেন রন্টুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মী উচ্চ আদালতে জামিন আবেদন করেন গত মাসের ১৯ তারিখ।
উচ্চ আদালত তাদের চার সপ্তাহ অর্থাৎ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
আরএ