ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার বাড়ির দেয়ালে জয়বাংলা লেখার পরই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিএনপি নেতার বাড়ির দেয়ালে জয়বাংলা লেখার পরই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপির সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লেখার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে।  

এদিকে দেয়ালে লেখার পরপর রোববার (১৫ ডিসেম্বর) রাতে শহরের পাঠানপাড়া থেকে সুজনকে আটক করে পুলিশ।

সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা জানান হারুনুর রশিদ নিজেই।

তিনি বলেন, গতরাতে আমার বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লিখেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদকাসক্ত। গতরাতেই পুলিশ তাকে আটক করেছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদের।  

হারুন আরও বলেন, নেশা করে মদ খেয়ে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে বাংলাদেশকে। দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্রসমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এ বিজয়কে অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।  

জয়বাংলা লেখার অভিযোগে সুজনকে আটক করার বিষয়টি অস্বীকার করেছন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন। তবে কোন মামলায় বা অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।