ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দোকানে বসেছিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী, কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
দোকানে বসেছিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী, কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

মাগুরা: পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে শরিফুল শেখ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

তিনি বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবকর শেখের ছেলে।

একই ইউনিয়নের অপর বিএনপি নেতা রাজা গাজীর লোকজন পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় একটি সেলুনে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেন।

স্থানীয়রা জানান, বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও  বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। দুপুরে আকবর শেখের ছেলে স্থানীয় বেরইল পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল শেখ বেরইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এসময় রাজা গাজীর সমর্থকরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে কুপিয়ে হত্যা করেন। এর আগে ২০০৮ সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছিলেন। সেই থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।