বরিশাল: জামায়াতে ইসলামীর বরিশাল নগরীর আমানতগঞ্জ-কাউনিয়া ইউনিটের আমির প্রভাষক এবিএম সুলতানুল আরেফিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে কাউনিয়া আমিনবাড়ী এলাকার রাবেয়া কটেজের বাসা থেকে এবিএম সুলতানুল আরেফিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
এছাড়া করমজা থেকে একই ইউনিটের জামায়াত কর্মী জাহাঙ্গীর তালুকদার(৬০) ও গণপাড়া থেকে আমিরুলকে (২৭) গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র নবগঠিত কাউনিয়া থানা পুলিশ।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় উপ-পরিদর্শক আলমগীর হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়।
২৭ জুনের হরতালের পর ৩০ জুন এ মামলা করা হয়। বিএনপির নেতাকর্মীরাও এ মামলার আসামি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজ টোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “সারা দেশে নাশকতার আশঙ্কায় পুলিশ নগরীতে অভিযান অব্যাহত রেখেছে। ”
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০২, ২০১০