সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত সমশের আলী শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ধরইল গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. ফজলরার রহমান (৪৯) এবং কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও ঢেকুরিয়া পশ্চিমপাড়া মো. শহিদুল ইসলামের ছেলে মো. সুমন রেজা (২৪)।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামছুল আজম গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ