সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার একটি ৬ তলা ভবনে আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বিষয়টি টের পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ১২টার দিকে বাড়িটি ঘেরাও করে চারতলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, গাজীপুরের শ্রীপুরে চয়ন ইসলাম গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত এবং আরও এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার চয়ন ইসলামের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাকে গাজীপুরে রাখা হয়েছে। সিদ্ধান্ত পেলে তাকে সিরাজগঞ্জে আনা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জেএইচ