ঢাকা: দলের বর্ধিত সভা আহ্বান করেছে বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৬টি উপকমিটিও গঠন করা হয়েছে।
রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব; উপজেলা, থানা ও পৌর বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশ নেবেন।
বর্ধিত সভা বাস্তবায়ন কমিটি
আহ্বায়ক: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সদস্য: খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, আলহাজ জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ডা. রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু, আমিনুল হক।
ব্যবস্থাপনা কমিটি: আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
অভ্যর্থনা কমিটি: আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল। সদস্য: মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
আপ্যায়ন কমিটি: আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত।
শৃঙ্খলা কমিটি: আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু।
মিডিয়া কমিটি: আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
চিকিৎসা সেবা কমিটি: আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
টিএ/এমজেএফ