ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আ.লীগের বিচার করতে হবে: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আ.লীগের বিচার করতে হবে: আখতার শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত নারী সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালানো আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হলে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এই কথা বলেন।

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই-এর নারীরা’ ব্যানারে এই নারী সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের যদি সঠিকভাবে বিচারের আওতায় না আনা যায়, তাহলে দেশের নারী-পুরুষ কারোরই আর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের বিচারব্যবস্থাকে একটি উজ্জ্বলতম ন্যায়বিচারের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে সংগ্রাম; যদি আওয়ামী লীগের বিচার না হয়, শেখ হাসিনার বিচার না হয়, তাহলে যেই বিচার ব্যবস্থাকে আমরা নিরপেক্ষ ও ন্যায়বিচারের কাণ্ডারি হিসেবে দেখতে চাই, তা করা সম্ভব নয়। অতএব বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে, সেরকম উদাহরণ তৈরি করতে হলে, অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল, যারা এখানে খুনের হুমকিদাতা, খুন সংগঠিত করে গেছে সেই খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। শুধু তাই নয়, এই ভারতে বসে বিভিন্ন সময়ে নানাবিধ উসকানিমূলক বক্তব্য দিচ্ছে হাসিনা। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাব, ভারত সরকারের সঙ্গে কথা বলে, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

আখতার আরো বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে ইতোমধ্যে এটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে বর্বরতম মানবতাবিরোধী অপরাধ জুলাই-আগস্টে বাংলাদেশে সংগঠিত হয়েছে, তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। তাদের বিচারের দাবিতে আজ আমাদের বোনেরা এখানে একত্রিত হয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।